সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

অধম আসি সব ছেড়ে


অধম আসি সব ছেড়ে
-মুহম্মদ হারুনুর রশীদ, বাউনিয়া, ঢাকা।

মামদূহ মামদূহ মামদূহ
মামদূহ মামদূহ মামদূহ।

মামদূহ আক্বার ক্বদম চুমিতে
অধম আসি সব ছেড়ে
নিন গো মামদূহ ক্বদমে
আধম এই গোলামে।

চলে এলাম সবই ছেড়ে
নূরী পাক ক্বদমে
যাব নাতো আর ফিরে যে
চাইছি নিছবত মামদূহজী।

হৃদয় আমার বারে বারে
মামদূহজীকে চাহে
ব্যথা আর যন্ত্রণাতে
আছি পড়ে বহু দূরে।

জীবন আমার পূর্ণ হলো
আক্বাজী আপনার পরশে
রহম করম পেতে গোলাম
করে যিকির মামদূহজীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন