বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০১১

অঝোরে অশ্রু ঝরে



অঝোরে অশ্রু ঝরে
আশকিানরে চোখে কায়িনায়
শোকরে বদেনা ছাড়া
রহে না কছিু বুকে হায়

মোদরে ছেড়ে দাদী ক্ববিলা
চললিনে ইলাহী দদিারে
দাদীকে হারিয়ে শুধু
বরিহ বদেনা বাড়ায়

স্তব্ধ চারদিকি আজ
স্তব্ধ নদীর কলতান
দাদীকে হারিয়ে আশিকান
শোকে শুধুই কাতরায়

জান্নাতি দ্বার খুললনে
ফরেস্তাও খোদা
সাইয়্যদিা দাদী হাসেন 
 ওই বহেস্তি বাগিচায়

খোদারই মহান আশিকা
মোদরে দাদী ক্বিবলাহ
দাদীর বিছাল শরীফে
পড়ছি দরূদ নিরালায়

দাদী দিলেন শ্রষ্ঠে হাদীয়া
সরো মুজাদ্দদি যম
তাই রইবো জনম জনম
সাইয়্যদিা দাদীর ছানায়

দাদীর শানে পড়ি
দলি খুলে ছল্লু আলা
কবুল করুন মোরে
আক্বা মামদূহজীর উছলিায়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন