মীলাদ মীলাদ আজ॥ মীলাদ মীলাদ আজ॥ মীলাদ মীলাদ॥
উলা শাহযাদীর মীলাদে, ঈদে আত্মহারা মুরিদে॥
যাহরায়ি রঙে মিশে, রহমত ছড়ান আকাশ বাতাসে
বাতিল নিধন নিমিষে, দেখি আজ কায়িনাতে
আশিকানের হৃদ আহলাদে॥
তাকবির ধ্বনি ওই শুনা যায়, কিসের রশ্নি এত দেখা যায়
শাহযাদীর রশ্নিতে, ভরে গেল জগতে,
রহি উনারি মীলাদে॥
জান্নাত ফুলে ফুলে সেজেছে, কায়িনাত নূরে নূরে চমকিছে
রসূল ও রব্বানা মীলাদে দিওয়ানা,
শরীক সবে আজ মীলাদে॥
যাহরায়ি নাজ নিয়ামত নিয়ে, জান্নাতি সুবাস দেন ছড়িয়ে
আসমান ও যমীনে আজ সারা আলমে,
রহে শাহযাদীর মীলাদে॥
হুজরা পাকেতে খুশির ঢল,করছে সব আজই ঝলমল
শাহযাদীয়ে আওওয়াল, গ্রহেন মোদের ত্বলায়াল,
রহি আপনারই মীলাদে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন