রবিবার, ১৪ আগস্ট, ২০১১

ইয়া হাবীবা, উম্মু আবীহা



  1. ইয়া হাবীবা, উম্মু আবীহা
    জানাই সলাতু সালাম,
    মর্যাদা আপনার অসীম অপার
    সবাইতো আপনার গোলাম।

    আপনার শানে পড়লে দুরূদ
    রহম ঝরে অবিরাম,
    ফেরেশতারাও পড়ছে সদা
    আস সলাতু আস্ সালাম।

    শাহী লক্বব উম্মু আবীহা
    আহলে বাইতে সাইয়্যিদাহ,
    দোজাহানের মালিকা শানে
    খিদমতে উজাড় তামাম।

    কায়িনাতে সাইয়্যিদাতুন নিসা
    কুল মুসলিমার আপনি দিশা,
    খাতুনে জান্নাহ নিসায়ী হাদিয়া
    খোদার মাহবুবী পয়গাম।

    মমতাময়ী রসূলী আওলাদ
    সাইয়্যিদী ধারা করেন আবাদ,
    সাইয়্যিদী নসব আবাদ করে
    দিলেন ইসলামের আঞ্জাম।

    সিরত সূরতে হাবীবী কায়া
    পেয়েছেন মা কুবরাজীর মায়া,
    নববী কাননের শাহী ফুল
    আয যাহরা, আল বতুল
    শ্রেষ্ঠা সাইয়্যিদা কারাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন