শনিবার, ২৮ মে, ২০১১

ঈদে মীলাদ ঈদে মীলাদ ঈদে মীলাদ


mvBwq¨‡` AvÕBqv` wR›`ev` aivq Avev`yj Avev`\

Zvkix‡d b~‡i gybvIqvi, `~i nj AvR me AÜKvi
C‡` gxjv`...........
‡`vRvnv‡bi B ivnevi, Dwb nvexe †Lv`v Zvqvjvi \H

Rvnvb †`L AvR b~‡i iIk‡b, b~i bexwRi AvMg‡b
C‡` gxjv`....
nvwm Lywk AvR mevi g‡b, ‡`L Avmgvb hgx‡b\H

IB ‡`L ûi ‡d‡i¯Íviv, `yiæ` co‡Z nq gv‡Zvqviv
C‡` gxjv`..
¯^qs †Lv`v c‡ob `~iæ` , nvexeRxi †iRv gvK¡Qz`\H

Kvwdi gykwiK Bû`x bvQviv, †iv‡ei `vc‡U w`‡knviv
C‡` gxjv`..
n‡K¡i wbkvb Dov‡Z Rvnvb,Avjøvn Ki‡jb †gv‡`i Bnmvb\H

C‡` gxjv`‡K K‡i ZvÕwRg, dvwmK dz¾vi I cvB Avmvb
C‡` gxjv`...
ebx BmivCjx D¤§Z,I Ave~ jvnve Zvi cÖgvY\H

Pviw`‡K AvR ïayB ïwb ,C‡` gxjv` gxjv` aŸwb
C‡` gxjv`.......
IB b~i bexwRi b~i Lvwb DR¡vj Kij aiYx\


কোন সাগরে দিলাম পারি


‡Kvb mvM‡i w`jvg cvwi  cvBbv Ly‡R c_

wK K‡i cvi ne †n AvK¡v bvB ‡h wn¤§Z\


fq Avi nZvkvq wbR©‡b KiwQ AkÖæcvZ

Z¡ivb †gv‡i †n `i`x w`b Mwfi wbmeZ\


hveB Avwg IB wVKvbvq †h_vq Ze †iRv

‡`wL‡q w`b IB wVKvbv RvMv‡q wKmgZ\


‡Kvb †avKvq ew›` i‡n Aag ev‡ievi

fvj n‡Z †P‡qI cvwibv Kiæb †gv‡i bwQnZ\


Mvwj‡R c~Y© w`j Avgvi Kwibv whwKi wdwKi

G dwKi Z‡i w`b bRi `v‡qgx †mvneZ\

বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

হে মাদানী আক্বা


হে মাদানী আক্বা মোরে- দিন ফায়িজ দিন সিনা ভরে
রাখুন আযিমী দরবারে- হাক্বীক্বী গোলাম করে॥

হুসনেযনের অভাবে- রয়েছি বহু দূরে
অবুঝ অধম সালিক- কাঁদি হর হামেশা অঝরে॥

বেশুমার কথা অন্তরে-বলতে চাহি মামদূহ দ্বারে
বলতে পারিনা ভয়ে- রয়ে যায় ব্যাথা ভিতরে॥

যত সব রিয়া দূর করে- ইখলাস দানুন মোরে
ফায়িজে কামিল করে- বাঁধুন শাহী আদরে॥

ঈমান আমলে দূর্বল- কি করে সফল
গোলামীতে অটল রাখুন-আবাদুল আবাদ তরে॥

মঙ্গলবার, ২৪ মে, ২০১১

বিজ্ঞানে মুসলিমদের অবদান


*বিজ্ঞানে মুসলিমদের অবদান
শাহজাদার তাজদীদী বয়ান
তাজদীদে নূরানী জাহান
শাহজাদা শানে আলীশান
শাহজাদা ক্বিবলা জিন্দাবাদ ॥ 

* ঘুমন্ত তরুণদের জাগান 
উড়াতে খিলাফতি নিশান
উড়াতে খিলাফতি নিশান
শাহজাদা ক্বিবলা জিন্দাবাদ। ঐ

* শাহজাদার নছীহত শুনে
ইতমিনান সবার মনে
ভরে কাফিররা গোরস্থানে
শাহজাদা সহিবে সমাদ। ঐ

* অধিকার সবার ফিরিয়ে আনতে
জিহাদ করেন দিবা ও রাতে
হিনমন্তায় কেন জগতে?
শাহজাদা করেন আবাদ। ঐ

* কুন ফায়াকুন শানে আসীন
ইসলামী ঝান্ডা করেন উড্ডীন
কাফির মুশরিক হল বিলীন
কুটকৌশল ওদের বরবাদ। ঐ

* দ্বীন ইসলাম করিলেন জিন্দা
ছানী মুজাদ্দিদ শাহজাদা
হলেন উনি রহমতে খোদা
বলি মোরা জিন্দাবাদ। ঐ

* আক্বা মোদের জিহাদী জজবায়
রাখেন সদা সর্বদায়
আক্বার ঝান্ডা রাখবো উচায়
সুন্নাহ করিবো আবাদ। ঐ 

* কিসমত খুলে নছীব জাগান
তাশরীফ এনে শাহজাদা জান
আক্বা ইলাহীর মহাদান
শুকরিয়া করি আবাদুল আবাদ। ঐ

এলো শাহরুল আ’যম রবীউল আউয়াল

এলো শাহরুল আ’যম রবীউল আউয়াল
এলো শাহরুল আ’যম রবীউল আউয়াল
জ্বীন- ইনসান রসূলী শানে পড়ে ত্বলায়াল
ভুবন নবীজির নূরে হলো যে উজ্বল।

হাজার ঈদে রবীউল আউয়াল
নূরের ঝিলিকে করে ঝলমল
কায়িনাতে দেখি খুশির ঢল।

আসমান যমীন আজ নব সাজে
সেজেছে আজ ঈদের আমেজে
কে এলেন আজ জগত মাঝে।

দিকে দিকে আজ  মীলাদের আয়োজন
মীলাদ পড়েন ইলাহী ও ফেরেস্তাগণ
খোদারী নূরে নবীজি পূর্ণ কামাল।

ঈদে মীলাদ যারা করবে উদ্যাপন
জান্নাত দিয়ে খোদা করবেন বরণ
খোদায়ী শানে মোর নবীজি জামাল।

ইয়া মামদূহ ইয়া আক্বাজান



আমার এই ছোট জীবনে-পাইনি আপন মামদূহ বীনে
মামদূহ মালিক ও মাওলা-করুন মোরে ওলীআল্লাহ
ইয়া মামদূহ॥

ছেড়েছি সকল আপনজন- মামদুহর গোলামীতে কাটাব জীবন
গোলামীতে হোক মরণ- করছি যে মরণপন
ইয়া মামদূহ॥

আরজি করি অধম কাঙ্গাল- গোলাম হয়ে থাকবো চিরকাল 
গোলামে মামদূহ আহাল- হয়ে হব উজ্বাল
ইয়া মামদূহ॥

হামেশা ভয় আসে অন্তরে-রাখুন মামদূহ মোরে নজরে
অধম এই গুনাহগারে- ডাকি মামদূহ বারেবারে
ইয়া মামদূহ॥

দুনিয়ায় থাকি যখন পেরেশান- মামদূহ কাছীদাতে পাই পরিত্রান
হে আমার প্রাণের প্রাণ- করুন মোরে ইহসান
ইয়া মামদূহ॥

এলো শাহরুল আ’যম রবীউল আউয়াল

এলো শাহরুল আ’যম রবীউল আউয়াল

এলো শাহরুল আ’যম রবীউল আউয়াল
জ্বীন- ইনসান রসূলী শানে পড়ে ত্বলায়াল
ভুবন নবীজির নূরে হলো যে উজ্বল।

হাজার ঈদে রবীউল আউয়াল
নূরের ঝিলিকে করে ঝলমল
কায়িনাতে দেখি খুশির ঢল।

আসমান যমীন আজ নব সাজে
সেজেছে আজ ঈদের আমেজে
কে এলেন আজ জগত মাঝে।

দিকে দিকে আজ  মীলাদের আয়োজন
মীলাদ পড়েন ইলাহী ও ফেরেস্তাগণ
খোদারী নূরে নবীজি পূর্ণ কামাল।

ঈদে মীলাদ যারা করবে উদ্যাপন
জান্নাত দিয়ে খোদা করবেন বরণ
খোদায়ী শানে মোর নবীজি জামাল।

দুঃখ কষ্ট যাতনায়



দুঃখ কষ্ট যাতনায়, কাটছে মোর দিন-রজনী,
অস্থির এ মন আমার চাহে, 
মামদুহর ইশকের জিন্দেগানী॥

মামদূহর ক্বদমে লুটিয়ে, চাহি শুধু দয়া
দয়া দিন জনম জনম ,হে মোর হৃদয়মনি॥ 

হয়ে মামদুহজীর গোলাম, থাকবো আমি দরবারে,
রাখুন মালিক নজরে, অবুঝ মন পেরেশানী॥

দোজাহানে চাহি আপনায়, রাখুন মায়া মমতায়,
সুখি জীবন দানেন, করেন মোরে জ্ঞানী॥

নাই শুদ্ধ আক্বিদা আমল, হবো কি করে সফল, 
আমি যে আপনারই পাগল, দিন ইলমে লাদুন্নী॥

খতা মোর করুন মার্জনা, সীমাহিন আমার গুনাহ
করি বিনীত প্রার্থনা, করুন মোরে গনি॥

বুধবার, ১৮ মে, ২০১১

নিয়ামতে কুবরা মামদুহ আহাল সাইয়্যিদী নছবে উজ্বাল॥



নিয়ামতে কুবরা মামদুহ আহাল
সাইয়্যিদী নছবে উজ্বাল॥

আলমে আলোর ফোয়ারা, জান্নাতি নূরী সিতারা
পঞ্চ ফুলের ফুটন্ত হাসি,ভাঙ্গেন ইবলিসি জাল॥

মাদানী রহমতি সমীরণ, মামদুহ বাগে ঝরে অনুক্ষণ
মামদুহজী করেন বন্টন, উনি ক্ববিউল আউয়াল॥

আম্মাজী হন মাহবুবা, শাহযাদীদ্বয় সাইয়্যিদা
খলীফায়ে উমাম শাহযাদা,আক্বাজী হাবীবী হিলাল॥

ঘোষনা কুরআন কারীমে, রইবে উনাদের তাজিমে
উনারা হন  আহলে বাইত, খোদায়ী ইলমে কামাল ॥

নজর যদি নছিবে জুটে, আশিকের পিপাসা মিটে
পাঞ্জাতনি ইশকের মালা, পেতে বিলাবো জান মাল॥

আহালী হুজরার দরজায়, রহি গোলামীর আশায়
গোলামে আহলে বাইত, রইতে চাহি চিরকাল॥

সোমবার, ১৬ মে, ২০১১

শাহী শানে শাহযাদী





শাহী শানে শাহযাদী
তাশরীফান-তাশরীফান

পড়তে ছানা হয় দিওয়ানা
ফেরেশতা ও রব্বানা
আসমানে ঈদের ঘোষণা
শাহযাদী ছানী আলীশান ॥

কায়িনাত রওশন করে
শাহযাদী ছানীর নূরে
দেখ সারা আলম জুড়ে
রই মীলাদে শরীকান॥

হাসি খুশি সবার মনে
সাজায় মাহফিল ভুবনে
আজই ঈদের আলোড়নে
রইছে সকল মুরীদান॥

জিন্দাবাদ ইয়া শাহযাদী॥

ইলাহী নূর- শাহযাদী
নববী নূর- শাহযাদী
মাদানী নূর- শাহযাদী
যাহরায়ী নূর- শাহযাদী
আহালী নূর- শাহযাদী ॥

জান্নাতী হুর মালায়িক
ছড়ায় উনার নূরের ঝিলিক॥
ওই নূরের ঝিলিকে আলম
হয় যে নূরে আলোয়ান ॥
নূর এসেছেন- হাদী এসেছেন ॥

শাহযাদীর মীলাদ- মারহাবা
হাবীবী আওলাদ- মারহাবা
নিসায়ী রহমত- মারহাবা
খোদায়ী নিয়ামত-মারহাবা
তাকবীরে বলো-মারহাবা
সব জোরছে বলো- মারহাবা ॥

নিসায়ীদের দানেন রহমত
অফুরান নাজ নিয়ামত
তাশরীফে ধন্য জগৎ
আপনি যে মহীয়ান ॥

যত দিন রইবো জগতে
রই মোরা তব নাতে
আপনার নূরী বিলাদতে
সাজাবো মাহফিল দোজাহান ॥

দেয় দল বেঁধে স্বাগতম
পেয়ে খোদারী রহম
রহি যেন জনম জনম
করুন যে মোদের ইহসান ॥

-মুহম্মদ নূরুজ্জামান

আজ ফিতনা ফাসাদের যামানায়



আজ ফিতনা ফাসাদের যামানায়
মুমিনা যখন কাতরায়
শাহযাদী ছানী তাশরীফ আনেন
মুজাদ্দিদের হুজরায় ॥

ঈমান আমল হিফজত করা
কঠিন এ ধরায়
বিদয়াত বেশরায় ভরপুর
জাহানে হায়
নিসায়ী মহল ধন্য হলো
উনার তাশরীফী ছোঁয়ায় ॥

নূরে নূরে রওশন দেখ
রাজারবাগ শরীফ
খোদা তায়ালা ও ফেরেশতা
করেন উনার তারীফ
সাইয়্যিদা শাহযাদীর সুনাম

দেখি সারা কায়িনায় ॥
ওই যাহরায়ী দীপ্ত রশ্মী
উঠলো আবার জ্বলে
উজালা আম্মার কোলে
দেখি মামদূহ ও আহালে
উনি তো শাহযাদী ছানী
উজ্জ্বল মামদূহর রৌশনায় ॥

শাহযাদীর মীলাদে তামাম
মাখলুখ মাতওয়ারা
সালামী দিতে ফানা
চন্দ্র সূর্য গ্রহ তারা
ঈদের আনন্দে আত্মহারা
খুশিতে দিল ভরে যায় ॥

আরশ কুরসী লৌহ কলম
আর সারা কায়িনাতে
খুশির জোশে মীলাদ পড়ে
রহে উনার নাতে
জিন্দাবাদ শাহযাদী ছানী
রাখুন মোদের দয়ায় ॥


সোমবার, ২ মে, ২০১১

শানে খলীফাতুল উমাম হযরত শাহযাদা ক্বিবলাহ আলাইহিস সালাম



  • ডুবেছিল এ জাহান অন্ধকারে
    শাহযাদার খিলাফতে রওশন করে॥
    ধরায় শাহযাদার নূরে,
    অবিরাম রহমত ঝরে॥

    বাহরুল উলুম খলীফাতুল উমাম
    হিদায়েতে ধন্য করেন তামাম॥
    ঘুমন্ত মুসলিমদের কে জাগান
    তাজদীদে শাহযাদা বারেবারে।

    শোনা যায় চারদিকে উনার বিজয়
    প্রকম্পিত আজ সারা বিশ্বময়॥
    খিলাফতের আঞ্জাম দিবেন ধরায়
    আলম অনুগত তব তরে।

    হাবীবী ছিফতে হন মহীয়ান
    খোদায়ী হিম্মতে থাকেন বলীয়ান॥
    তিনি আসীন মুজাদ্দিদী আসনে
    জালালী রোবে বাতিল যায় গোরে।

    হাসানী হুসাইনী বীর সৈনিক
    জিহাদী জজবায় সদা নির্ভীক॥
    মাদানী খুন বহে তব পাক জাতে
    সুনাম রহে ইলাহীর দরবারে।

    আহলে বাইতের তিনি নূরী চাঁদ
    মাদানী নিসবতে ছাহিবে ছমাদ॥
    সাইয়্যিদী ধারার জান্নাতী ফুল
    রহেন তিনি আহালী আদরে।