আজ ফিতনা ফাসাদের যামানায়
মু’মিনা যখন কাতরায়
শাহযাদী ছানী তাশরীফ আনেন
মুজাদ্দিদের হুজরায় ॥
ঈমান আমল হিফজত করা
কঠিন এ ধরায়
বিদয়াত বেশরায় ভরপুর
জাহানে হায়
নিসায়ী মহল ধন্য হলো
উনার তাশরীফী ছোঁয়ায় ॥
নূরে নূরে রওশন দেখ
রাজারবাগ শরীফ
খোদা তায়ালা ও ফেরেশতা
করেন উনার তা’রীফ
সাইয়্যিদা শাহযাদীর সুনাম
দেখি সারা কায়িনায় ॥
ওই যাহরায়ী দীপ্ত রশ্মী
উঠলো আবার জ্বলে
উজালা আম্মার কোলে
দেখি মামদূহ ও আহালে
উনি তো শাহযাদী ছানী
উজ্জ্বল মামদূহর রৌশনায় ॥
শাহযাদীর মীলাদে তামাম
মাখলুখ মাতওয়ারা
সালামী দিতে ফানা
চন্দ্র সূর্য গ্রহ তারা
ঈদের আনন্দে আত্মহারা
খুশিতে দিল ভরে যায় ॥
আরশ কুরসী লৌহ কলম
আর সারা কায়িনাতে
খুশির জোশে মীলাদ পড়ে
রহে উনার না’তে
জিন্দাবাদ শাহযাদী ছানী
রাখুন মোদের দয়ায় ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন