সোমবার, ১৬ মে, ২০১১

শাহী শানে শাহযাদী





শাহী শানে শাহযাদী
তাশরীফান-তাশরীফান

পড়তে ছানা হয় দিওয়ানা
ফেরেশতা ও রব্বানা
আসমানে ঈদের ঘোষণা
শাহযাদী ছানী আলীশান ॥

কায়িনাত রওশন করে
শাহযাদী ছানীর নূরে
দেখ সারা আলম জুড়ে
রই মীলাদে শরীকান॥

হাসি খুশি সবার মনে
সাজায় মাহফিল ভুবনে
আজই ঈদের আলোড়নে
রইছে সকল মুরীদান॥

জিন্দাবাদ ইয়া শাহযাদী॥

ইলাহী নূর- শাহযাদী
নববী নূর- শাহযাদী
মাদানী নূর- শাহযাদী
যাহরায়ী নূর- শাহযাদী
আহালী নূর- শাহযাদী ॥

জান্নাতী হুর মালায়িক
ছড়ায় উনার নূরের ঝিলিক॥
ওই নূরের ঝিলিকে আলম
হয় যে নূরে আলোয়ান ॥
নূর এসেছেন- হাদী এসেছেন ॥

শাহযাদীর মীলাদ- মারহাবা
হাবীবী আওলাদ- মারহাবা
নিসায়ী রহমত- মারহাবা
খোদায়ী নিয়ামত-মারহাবা
তাকবীরে বলো-মারহাবা
সব জোরছে বলো- মারহাবা ॥

নিসায়ীদের দানেন রহমত
অফুরান নাজ নিয়ামত
তাশরীফে ধন্য জগৎ
আপনি যে মহীয়ান ॥

যত দিন রইবো জগতে
রই মোরা তব নাতে
আপনার নূরী বিলাদতে
সাজাবো মাহফিল দোজাহান ॥

দেয় দল বেঁধে স্বাগতম
পেয়ে খোদারী রহম
রহি যেন জনম জনম
করুন যে মোদের ইহসান ॥

-মুহম্মদ নূরুজ্জামান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন