মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

শাহজাদা এই যামানার সুন্নি ইমাম


শাহজাদা এই যামানার সুন্নি ইমাম

শাহজাদা এই যামানার সুন্নি ইমাম
শাহজাদাজান মুস্তফাজীর ইহসান। ঐ

আক্বা সুলতানে আযম যে কায়িনাতের,
ইলাহির শ্রেষ্ঠ দান আক্বা মোদের,
দয়া দেন প্রতিক্ষণ আক্বা মেহেরবান। ঐ

বেমেছাল শাহজাদার শান যে ধরাতে
ইশকি ক্ষুধা মিটে শাহজাদার ছোহবতে
করম দিয়ে রাখুন তব হে আক্বাজান। ঐ

সারাক্ষণ আশিক রহে তব স্মরণে,
দায়েমি রাখুন মোরে তব ইহসানে,
মামদূহ হাবীবী ইশকে মোদের রাঙান। ঐ

শাহ্জাদা ফিৎনা যুগে মনোনীত খলীফা,
তব ক্বাছীদা পড়া মোদের ওযীফা,
তব কাছীদায় বাঁচে যে মুরিদান। ঐ

শাহজাদার দায়েমী রেজা যে নিতে,
আসি মোরা তাঁহার নূরি খানকাতে,
আল্লাহ ও রাসূলের রেজা চায় আশিকান। ঐ

শাহজাদার করমে হয় বিপদে আসান,
আলম মাঝে শাহাজাদা রহমত বিলান,
মামদূজীর শ্রেষ্ঠ ধন মোর শাহজাদাজান। ঐ

রবিবার, ১৬ জানুয়ারী, ২০১১

জিন্দেগী কাটে যেন আমার নবীজির গোলামী করে


জিন্দেগী কাটে যেন আমার
নবীজির গোলামী করে
ইয়া রসূল কবুল করুন
রাখুন ফায়েজি নূরে॥

চাহি না কিছু চাহি আপনায়
ইয়া মালিক দুনিয়ায়
মালিকে আযম খাইরে কাছির
করুন রহম মোরে॥

নেকির পাল্লা শুন্য আমার
আমি তো বড়ই গুনাহগার
আপনিই পারেন মোরে ত্বরাবার
ক্ষমা চাহি বারেবারে॥

দুনিয়ার ধোকায় রয়েছি বন্দি
দানুন ফায়িজ- ইত্তেহাদি
তব মত ও পথে জিন্দেগী
কাটাবো এই ফকিরে॥

গোলাম হব রসূলী রওজার
কেঁদে কহি এই  আহকার
হে প্রাণের নবীজি আমার
রাখুন দায়েমি দ্বারে॥

রহমতের ভান্ডার আলমের দাতা
দানুন আপন মমতা
নাহি আমার  কোন যোগ্যতা
দিন দীদার দয়া করে॥

শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০১১

দুঃখী এই গরিবের ফরিয়াদ



দুঃখী এই গরিবের ফরিয়াদ

দুঃখী এই গরিবের ফরিয়াদ
শুনুন ইয়া রসূলাল্লাহ
অনন্তকাল রাখুন দয়ায়
ইয়া আক্বা হাবীবাল্লাহ ॥

হে রহমতুল্লিল আলামীন
হতে চাই আপনার ইশকে বিলীন
আপনি ছাড়া কে আছে ধরায়
আপনি খোদায়ী নূরে উজালা ॥

নূরে মুজাসসাম নবীজী আমার
হলেন শাফিয়ে আযম
নিদানকালে রাখবেন নজরে
হে সারা আলমের খাইরুল্লাহ ॥

করে দিন মোরে নেককার
করছি আরজি বারেবার
ছলাতু সালাম বেশুমার
জানাই হে নূরওয়ালা ॥

কি করে পাবো আপনার দেখা 
বলবো সব মনেরই কথা
আরজি কবুল করুন রসূল
আপনি হলেন নূরুল্লাহ ॥

অস্থির এই মন আমার
পূরণ করুন দিলের আবদার
আপনায় চাহি দোজাহানে
হে নবীয়ে আকরাম মাওলা ॥

রবিবার, ৯ জানুয়ারী, ২০১১

বার-ই- রবীউল আওয়ালে- নূর নবীজির আগমন


১২-ই-রবীউল আওয়ালে- নূর নবীজির আগমন
ঈদেরই মহা আনন্দে- খোদা সাজান ভুবন॥

চার দিকে কেন আজ- খুশির আলোড়ন
ঈদে মীলাদ মীলাদ ধ্বনিতে- উত্তাল সবার মন॥

উদিত হলো আজ ওই- খোদারই কিরণ
তাইতো দেখি ঘরে ঘরে- মীলাদের আয়োজন॥

তামাম জাহেলী কুফরী শিরকী- করল পলায়ন
জান্নাতি হুর পরীরা- দূরূদ পড়ছে প্রতিক্ষন॥

পূত পবিত্র বরকতময় -নবীজির জীবন
খোদারই নূর ছড়াতে -আলমে করেন বিচরন॥

রবিবার, ২ জানুয়ারী, ২০১১

ইলাহীর রেযা পেতে শহীদ হলেন কারবালাতে,


ইলাহীর রেযা পেতে

ইলাহীর রেযা পেতে
শহীদ হলেন কারবালাতে,
নবীজীর মত ও পথে
রইলেন ইস্তিক্বামতে ॥

কূফাবাসীর ডাকে
ঈমান হুসাইন যান এগিয়ে,
আহলে বাইতকে নিয়ে
আটকে যান কারবালা গিয়ে,
ইয়াযীদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে
আটকে রাখে তাঁবুতে ॥

তাঁবুতে থাকেন তিন দিন
খানা-পানি না খেয়ে
পানি পিপাসার যন্ত্রণায়
ছট্ফট্ করেন নিরালায়
পাষাণ মুনাফিক ইয়াযীদ
অটল রয় কষ্ট দিতে ॥

পানি দেয় না পান করতে
পানি আছে ফোরাতে
পানির পিপাসাতে
চিৎকার করেন ভূমিতে ॥

পানি নিতে যান ফোরাতে
শিশু আছগরকে নিয়ে
ইয়াযিদ বাহিনী পানি না দিয়ে
মারে তীর শিশুর বুকেতে ॥

ইয়াযীদ বাহিনী কারবালায়
ইমাম হুসাইনকে তীর মেরে হায়
দেহ থেকে মস্তক নিয়ে যায়
কাফির ইয়াযীদের হাতে ॥

সাইয়্যিদী আহাল-ইয়াল
মাথা নত করিলেন না
একে একে শহীদ হলেন
ঐ কারবালার মাটিতে ॥

হযরত ইমাম হুসাইনের মুহব্বতে
যার অশ্রু ঝরে আঁখিতে
পার পাবে সে পুলসিরাতে
যাবে শ্রেষ্ঠ জান্নাতে ॥