রবিবার, ২ জানুয়ারী, ২০১১

ইলাহীর রেযা পেতে শহীদ হলেন কারবালাতে,


ইলাহীর রেযা পেতে

ইলাহীর রেযা পেতে
শহীদ হলেন কারবালাতে,
নবীজীর মত ও পথে
রইলেন ইস্তিক্বামতে ॥

কূফাবাসীর ডাকে
ঈমান হুসাইন যান এগিয়ে,
আহলে বাইতকে নিয়ে
আটকে যান কারবালা গিয়ে,
ইয়াযীদ বাহিনী হযরত ইমাম হুসাইনকে
আটকে রাখে তাঁবুতে ॥

তাঁবুতে থাকেন তিন দিন
খানা-পানি না খেয়ে
পানি পিপাসার যন্ত্রণায়
ছট্ফট্ করেন নিরালায়
পাষাণ মুনাফিক ইয়াযীদ
অটল রয় কষ্ট দিতে ॥

পানি দেয় না পান করতে
পানি আছে ফোরাতে
পানির পিপাসাতে
চিৎকার করেন ভূমিতে ॥

পানি নিতে যান ফোরাতে
শিশু আছগরকে নিয়ে
ইয়াযিদ বাহিনী পানি না দিয়ে
মারে তীর শিশুর বুকেতে ॥

ইয়াযীদ বাহিনী কারবালায়
ইমাম হুসাইনকে তীর মেরে হায়
দেহ থেকে মস্তক নিয়ে যায়
কাফির ইয়াযীদের হাতে ॥

সাইয়্যিদী আহাল-ইয়াল
মাথা নত করিলেন না
একে একে শহীদ হলেন
ঐ কারবালার মাটিতে ॥

হযরত ইমাম হুসাইনের মুহব্বতে
যার অশ্রু ঝরে আঁখিতে
পার পাবে সে পুলসিরাতে
যাবে শ্রেষ্ঠ জান্নাতে ॥


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন