শাহজাদা এই যামানার সুন্নি ইমাম
শাহজাদা এই যামানার সুন্নি ইমাম
শাহজাদাজান মুস্তফাজীর ইহসান। ঐ
আক্বা সুলতানে আ’যম যে কায়িনাতের,
ইলাহির শ্রেষ্ঠ দান আক্বা মোদের,
দয়া দেন প্রতিক্ষণ আক্বা মেহেরবান। ঐ
বেমেছাল শাহজাদার শান যে ধরাতে
ইশকি ক্ষুধা মিটে শাহজাদার ছোহবতে
করম দিয়ে রাখুন তব হে আক্বাজান। ঐ
সারাক্ষণ আশিক রহে তব স্মরণে,
দায়েমি রাখুন মোরে তব ইহসানে,
মামদূহ হাবীবী ইশকে মোদের রাঙান। ঐ
শাহ্জাদা ফিৎনা যুগে মনোনীত খলীফা,
তব ক্বাছীদা পড়া মোদের ওযীফা,
তব কাছীদায় বাঁচে যে মুরিদান। ঐ
শাহজাদার দায়েমী রেজা যে নিতে,
আসি মোরা তাঁহার নূরি খানকাতে,
আল্লাহ ও রাসূলের রেজা চায় আশিকান। ঐ
শাহজাদার করমে হয় বিপদে আসান,
আলম মাঝে শাহাজাদা রহমত বিলান,
মামদূজীর শ্রেষ্ঠ ধন মোর শাহজাদাজান। ঐ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন