জিন্দেগী কাটে যেন আমার
নবীজির গোলামী করে
ইয়া রসূল কবুল করুন
রাখুন ফায়েজি নূরে॥
নবীজির গোলামী করে
ইয়া রসূল কবুল করুন
রাখুন ফায়েজি নূরে॥
চাহি না কিছু চাহি আপনায়
ইয়া মালিক দুনিয়ায়
মালিকে আ’যম খাইরে কাছির
করুন রহম মোরে॥
ইয়া মালিক দুনিয়ায়
মালিকে আ’যম খাইরে কাছির
করুন রহম মোরে॥
নেকির পাল্লা শুন্য আমার
আমি তো বড়ই গুনাহগার
আপনিই পারেন মোরে ত্বরাবার
ক্ষমা চাহি বারেবারে॥
আপনিই পারেন মোরে ত্বরাবার
ক্ষমা চাহি বারেবারে॥
দুনিয়ার ধোকায় রয়েছি বন্দি
দানুন ফায়িজ- ইত্তেহাদি
তব মত ও পথে জিন্দেগী
কাটাবো এই ফকিরে॥
দানুন ফায়িজ- ইত্তেহাদি
তব মত ও পথে জিন্দেগী
কাটাবো এই ফকিরে॥
গোলাম হব রসূলী রওজার
কেঁদে কহি এই আহকার
হে প্রাণের নবীজি আমার
রাখুন দায়েমি দ্বারে॥
কেঁদে কহি এই আহকার
হে প্রাণের নবীজি আমার
রাখুন দায়েমি দ্বারে॥
রহমতের ভান্ডার আলমের দাতা
দানুন আপন মমতা
নাহি আমার কোন যোগ্যতা
দিন দীদার দয়া করে॥
দানুন আপন মমতা
নাহি আমার কোন যোগ্যতা
দিন দীদার দয়া করে॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন