হন সালিক সালিকার শাহী রহম
ইয়া শাহজাদী ছানী হাছীবা
খোদারী করমে শাহজাদী হন মাদানী দিলরুবা
সাইয়্যিদী নছবে শাহজাদী ইলাহী হাবীবা
খোদারী ফজলে পেয়েছি মোরা শাহজাদী রাহনুমা
মোদের দো জাহানের সাহারা শাহজাদী মাছুমা
আপনও পরশে দেন শাহজাদী রহমতী রুতবা
সর্বদা দেন ফয়েজী দরিয়া শাহজাদী নাকিবা
সুন্নি শানে হন আলীশান শাহজাদী সিদ্দিকা
আপনি নায়েবে মুযাদ্দিদ ইয়া শাহী সুলতানা
রহেন শাহজাদী ছানী দায়েম কায়েম শরয়ী ইক্তেদায়
জাহির বাতিন তিনি ইসতিক্বাম সুন্নাহ কামনায়
কবরে ফেরেশতার সুওয়ালে বলবে সালিকা
আজীবন ছিলাম গোলামে শাহজাদীয়ে মালিকা
শাহজাদী ছানীর উসিলায় হও ক্বুরবান মুর্শিদ পর
কামিয়াব সে হবে যে গোলাম শাহজাদী ছানীর
মুহম্মদ হাফিজুর রহমান খান