হাজার বছর পর কে হে সুলতান ভাসান মদীনার ছবি
সীরাত ছুরতে, রহমতে বরকতে উঠেছে এ কোন রবি।
সুন্নতী মসজিদে আমি যবে যাই, মসজিদে নববীর স্মৃতিতে হারাই
আপনার দর্শনে নবিজীর দর্শন, সোহবতে হয়েছে সবি।
প্রতিদিন তওবাতে রাসূলের ফোটে শান
আপনি পার হন দীদারের সোপান
রাসূলের সাহাবা তারকা হলে, মোরা বহি সেই সুরভী।
আপনি রাসূলের প্রতিনিধি পরিজন
কুতুবুল আলম আপনি সেই ফায়েজ অনুক্ষণ
যামানার শেষে যেন প্রথমেরই আভাস
তাজদীদে হয়েছে সবি।
রাসূলেরই সব মিলে আপনারই জিসিমে
মিশে রন জাত পাকে, নিঃশ্বাসে নিশ্বাসে
আপনারই মাঝে শুধু, রাসূলেরই ছায়া
বিজয় নিশ্চিত , এ নায়েবে নবী।
খিলাফতে আলা, মিনহাজুন নুবুওওয়াহ
আসবে ধরার বুকে, ভেঙ্গে সব আলেয়া
আপনারই পথ হলো, রসূলেরই পথে
মতে মিশে রয় ঐ ইলাহী।